মূল পাতা বিশেষ প্রতিবেদন গাজ্জায় ইসরাইলের ড্রোন হামলায় আরও ৩ ফিলিস্তিনি শহীদ; আহত ৭
আন্তর্জাতিক ডেস্ক 09 March, 2025 02:58 PM
গাজায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ড্রোন হামলায় আরও তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন সাতজন।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে, দক্ষিণ গাজ্জার রাফাহ শহরের পূর্বে আবু হালাওয়েহ এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলি ড্রোন এই হামলা চালিয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।
তারা আরও জানিয়েছে, গাজ্জা-মিসর সীমান্তে ফিলাডেলফি করিডোরে অবস্থানরত ইসরাইলের সামরিক যানবাহন দক্ষিণ ও মধ্য রাফায় ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে গুলি চালিয়েছে। এছাড়াও পূর্ব রাফাহতে আল-সালাম পাড়ায় একটি ইসরাইলি ট্যাংক বাড়িঘরে শব্দ বোমা নিক্ষেপ করেছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, গাজ্জা শহরের পূর্ব সীমান্তের কাছে অবস্থানরত ইসরাইলি সেনাবাহিনীর যানবাহনগুলোও তীব্র গুলিবর্ষণ করেছে। পৃথকভাবে উত্তর গাজার বেইত হানুন শহরে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় বুলডোজার লক্ষ্য করে একটি ইসরায়েলি ড্রোন হামলা চালালে সাতজন ফিলিস্তিনি আহত হন।